রুদ্ধশ্বাস জয়

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারতীয় মহিলা হকি দল।

নাটকীয় ম্যাচ

তিনবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা, তবে শেষরক্ষা হয়নি।

নায়িকা সংবাদ

ভারতের চার গোলের মধ্য়ে তিনটিই বন্দনা কাতারিয়ার, অলিম্পিক্সে ভারতীয় মহিলা হিসাবে প্রথম হ্যাটট্রিক।

অপেক্ষার অবসান

৪১ বছর পর অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল।

মেক্সিকোর পর টোকিও

১৯৮০ সালে শেষবার অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ভারত, চতুর্থ স্থানে শেষ করেছিল।

ভাগ্য নির্ধারণ

ভারতের নক আউট ভাগ্য নির্ভর করেছিল গ্রেট ব্রিটেন-আয়ার্ল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর।

সন্ধ্য়ায় সুখবর

গ্রেট ব্রিটেন ২-০ গোলে আইরিশদের হারাতেই শেষ আটে পৌঁছে যায় ভারত।

অজি-যুদ্ধ

সোমবার শেষ আটে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া।

কঠিন পরীক্ষা

গ্রুপ এ-র শীর্ষে থেকে নক আউটে উঠেছে অস্ট্রেলিয়া, ভারতের সামনে কড়া চ্যালেঞ্জ।

Thanks for Reading. UP NEXT

অনুশীলনে মগ্ন মনোজরা, কড়া নজর অরুণ লালের

View next story