সেমিফাইনাল জিতেই ইতিহাস গড়েছিলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি কোরিয়ান জুটি ক্যাং মিন হিউক ও সিও সিয়াং জাইকে হারিয়েছিলেন তাঁরা প্রথম ভারতীয় জুটি হিসাবে উঠেছিলেন সুপার ১০০০-র ফাইনালে এবার ফাইনালে অ্যারন চিয়া, উই ইয়ক শোকে হারালেন তাঁরা প্রথম ভারতীয় জুটি হিসাবে কোনও সুপার ১০০০ টুর্নামেন্ট জিতলেন সাত্ত্বিক ও চিরাগ ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে পরাজিত করেন ভারতীয় শাটলাররা প্রথম গেমে শুরুতে পিছিয়ে পড়েও শেষমেশ জয় পান সাত্ত্বিক, চিরাগ আর দ্বিতীয় গেমে আরও আগ্রাসী ভঙ্গিমায় ব্যাডমিন্টন খেলে ম্যাচ ও গেম নিজেদের নামে করে ভারতীয় জুটি নয় সাক্ষাৎকারে এই প্রথমবার চিয়া ও ইয়ক শো জুটিকে হারালেন সাত্ত্বিক-চিরাগ প্রথম ভারতীয় জুটি হিসাবে সুপার ১০০০, সুপার ১০০, সুপার ৩০০, সুপার ৫০০ ও সুপার ৭৫০ জিতলেন সাত্ত্বিকরা