নেতৃত্ব হাতছাড়া

দীনেশ কার্তিককে সরিয়ে অইন মর্গ্যানকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স

নতুন ভূমিকা

প্রাক্তন অধিনায়কের জন্য নয়া ভূমিকা ঠিক করে রেখেছে কেকেআর

ফিনিশার

ম্যাচ শেষ করার জন্য কার্তিকের দিকেই তাকিয়ে কেকেআর

স্লগ ওভারের নায়ক

স্লগ ওভারে ম্যাচে ফারাক গড়ে দিচ্ছেন কার্তিক

স্লগে ব্যাটিং গড় ১৭০.২৩

শেষ দুটি আইপিএলে ১৬ থেকে ২০ ওভারের মধ্যে কার্তিক ২২৩ রান করেছেন

একশো বলে ১৭০

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দুটি আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে

৪৪.৬০ গড়

অন্তত ৫০টি বল খেলেছেন, এরকম ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যাটিং গড় কার্তিকের

বাঁহাতি পেসারদের বিরুদ্ধে নির্মম

৩৬ বছর বয়সী ক্রিকেটারের বাঁহাতি পেসারদের বিরুদ্ধে স্ট্রাইক রেট ১৮৩.০২

ডানহাতি পেসারদের বিরুদ্ধে ১৬১.৫৪

ডানহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের স্ট্রাইক রেট সামান্য কম

প্রতিপক্ষ বোলারদের কাঁটা

বাঁহাতি পেসারদের বিরুদ্ধে কার্তিকের ব্যাটিং গড় ৪৮.৫০, ডানহাতি পেসারদের বিরুদ্ধে ৪২