কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক আরও পাঁচটি টিমে খেলেছেন দিল্লি, পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন কার্তিক তারকা অজি ওপেনার প্রথমবার ২০১০ সালে রাজস্থানে জার্সিতে খেলেছেন দিল্লি, সানরাইজার্স, পুণে, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্স, আরসিবি ও নাইট রাইডার্সে খেলেছেন আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে একই মরসুমে ২টো হ্যাটট্রিক পুণে ওয়ারিয়র্স, আরসিবি, দিল্লি, সানরাইজার্স ও মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন যুবি টুর্নামেন্টের ইতিহাসে নবম সর্বাধিক রান সংগ্রাহক উথাপ্পা মুম্বই, ব্যাঙ্গালোর, পুণে ওয়ারিয়র্স, কেকেআর, রাজস্থান ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ৬টি দলে খেলেছেন ইশান্ত শর্মাও কেকেআর, ডেকান চার্জাস, সানরাইজার্স, পুণে সুপারজায়ান্টস, পাঞ্জাব ও দিল্লির হয়ে খেলেছেন