আন্দ্রে রাসেলকে নিয়ে উদ্বেগে কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বল করেন রাসেল ৩টি উইকেটও নেন ক্যারিবিয়ান তারকা তবে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রাসেলকে ম্যাচের পর কেকেআর অধিনায়ক নীতীশ রানা জানান, পেশিতে টান ধরেছিল উদ্বেগ নেই বলে জানায় কেকেআর শিবির পরে ব্যাটিংও করেন রাসেল, তবে তাঁকে দেখে ফিট মনে হয়নি রবিবার মুম্বইয়ের সঙ্গে ম্যাচ কেকেআরের মুম্বই গিয়েছেন রাসেল ম্যাচে তিনি খেলেন কি না, দেখার অপেক্ষায় নাইট ভক্তরা