রবিবার ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ সেই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে একজনই, মহেন্দ্র সিংহ ধোনি মহেন্দ্র সিংহ ধোনি কি কেরিয়ারের শেষ আইপিএল খেলছেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে অনেকে ধরেই নিয়েছেন যে, ইডেনে শেষবারের মতো নামছেন ধোনি শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে সিএসকে শনিবার কলকাতায় আসছেন ধোনিরা টিকিটের জন্য হাহাকার চলছে সব টিকিট নিঃশেষ, হাউজফুল থাকবে গ্যালারি ধোনি-বন্দনায় সাজ সাজ রব ইডেন গার্ডেন্সে