রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি



সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়তে হয়েছিল



কে এল রাহুলের আইপিএল অভিযানই কি শেষ হয়ে গেল?



লখনউ সুপার জায়ান্টস শিবির থেকে এখনও কিছু জানানো হয়নি



তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোটা আইপিএলেই আর মাঠে নামতে পারবেন না রাহুল



বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাহুলের খেলা নিয়ে গুরুতর সংশয় রয়েছে



আইপিএলের ঠিক পরেই, ৭-১১ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত



তার মধ্যে রাহুলের সেরে ওঠার সম্ভাবনা নেই বলে মনে করছে কোনও কোনও মহল



বৃহস্পতিবারই রাহুল মুম্বইয়ে চলে যাবেন



সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে রাহুলের ঊরুর স্ক্যান হবে