আইপিএল অভিযানের শুরুতেই মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে ৭ রানে হেরে গেল পাঞ্জাব কিংসের কাছে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তুলেছিল ১৯১/৫ মাঠে বসে দলের ক্রিকেটারদের দাপট দেখলেন পাঞ্জাবের অন্যতম মালকিন প্রীতি জিন্টা বীর-জারার নায়িকা মাঠে বসে দেখলেন বীরের দলের বিরুদ্ধে তাঁর দলের জয় রান তাড়া করতে নেমে ১৬ ওভারে কেকেআর তুলল ১৪৬/৭ বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, আর তা শুরু করা যায়নি ডাকওয়ার্ত লুইস নিয়মে ৭ রানে জয়ী হয় পাঞ্জাব ১৯ বলে ৩৫ রান করে লড়াই চালিয়েছিলেন আন্দ্রে রাসেল দলের পরাজয় রুখতে পারেননি (ছবি - পিটিআই, আইপিএলটি২০)