দরজায় কড়া নাড়ছে আইপিএল টুর্নামেন্টে শুরু হতে আর মাত্র তিনদিন বাকি সব দলই জোরকদমে সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি মোহালিতে শুরু হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের চূড়ান্ত প্রস্তুতি শিবির সেখানে চলছে শিখর ধবন, অর্শদীপ সিংহদের নিজেদের ঘষামাজা করে নেওয়ার পালা পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে শিখর ধবনের সামনে বিরাট চ্যালেঞ্জ আইপিএলের ইতিহাসে কোনওদিন ট্রফি জয়ের স্বাদ পায়নি প্রীতি জিন্টার দল ২০১৪ সালের পর থেকে আর প্লে অফের যোগ্যতাও পায়নি পাঞ্জাব ২০১৪ সালের ফাইনালে উঠে শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল প্রীতি জিন্টার যোদ্ধাদের এবার কি ধবনের হাত ধরে ১৫ বছরের অপেক্ষার অবসান হবে?