সানরাইজার্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকান শুভমন ৫৮ বলে ১০১ রানের ইনিংসের সুবাদে একাধিক রেকর্ডও গড়লেন শুভমন গিল চলতি বছরে এটি সব ধরনের ক্রিকেট মিলিয়ে গিলের ষষ্ঠ শতরান গিল প্রথম যিনি একই ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট ও আইপিএলে শতরান করলেন সানরাইজার্সের বিপক্ষে ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন গিল আইপিএলের ইতিহাসে ছক্কা ব্যতীত এটি কোনও ব্য়াটারের দ্রুততম অর্ধশতরান গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ব্য়াটার হিসেবে গিল এক হাজার রানও করে ফেললেন এই শতরানের ফলে চলতি আইপিএলে পাঁচশো রানের গণ্ডিও টপকে গেলেন গিল আপাতত আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল ৪৮ গড় ও ১৪৬.১৯ স্ট্রাইক রেটে ৫৭৬ রান করেছেন গিল