গত মরসুমে দিল্লি ক্যাপিটালস কেএস ভরতকে দলে নিলেও তেমন সুযোগ পাননি তিনি ভরতকে ১.২ কোটি টাকায় গুজরাত টাইটান্স নিজেদের দলে নেয় বছর ৪ আগে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে প্রথম ও শেষবার সুযোগ পেয়েছিলেন ময়ঙ্ক ডাগর বীরেন্দ্র সহবাগের ভাইপোকে ১.৮ কোটি টাকায় দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ জম্মু-কাশ্মীরের ২৩ বছর বয়সি ওপেনিং ব্যাটিং ভিভ্রান্ত শর্মাও বিরাট দামে বিক্রি হয়েছেন ভ্রিভান্তকে ২.৬ কোটি টাকায় ঘরে তোলে সানরাইজার্স হাদরাবাদ আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেলেন বাংলার মুকেশ কুমার তাঁকে ৫.৫০ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তবে জাতীয় দলে এখনও না খেলা তারকাদের মধ্যে সর্বাধিক দামে বিক্রি হয়েছেন শিবম মাভি তাঁকে ৬ কোটি টাকায় দলে নেয় গুজরাত টাইটান্স