সপ্তদশ আইপিএল শুরু হওয়া ইস্তক তাঁকে নিয়ে চর্চা চলছে



ভারতীয় দলের অধিনায়ক, অথচ আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স কেড়ে নিয়েছে তাঁর নেতৃত্বের মুকুট



তিনি, রোহিত শর্মা, নেতৃত্ব হারালেও যিনি রেকর্ড রোজগার করেন



ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন রোহিত



তা বাবদ তিনি বছরে ৭ কোটি টাকা পান ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে



বোর্ডের চুক্তি ছাড়াও প্রত্যেকটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা করে পান রোহিত



এছাড়া ভারতের হয়ে প্রত্যেকটি ওয়ান ডে ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা পান



প্রত্যেকটি টি-টোয়েন্টি পিছু ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান রোহিত



২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন, এবার তাঁকে ১৬ কোটি টাকায় ধরে রেখেছে মুম্বই



১৬টি আইপিএলে ১৭৮ কোটি টাকা উপার্জন করেছেন রোহিত, আইপিএলে এত টাকা কোনও ক্রিকেটার পাননি