আইপিএল ২০২৫ সালে কেকেআর ইডেনে নাকি নিজেদের হোম ম্যাচ খেলবে না। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে ইডেনে। স্টেডিয়ামের দর্শকাসন বাড়ানোর লক্ষ্যে সিএবি নাকি ক্লাব হাউসের সামনে দুইটি নতুন সাজঘর তৈরি করতে আগ্রহী। সেই কারণেই ইডেনে পরবর্তী আইপিএলে কেকেআর নিজেদের ম্যাচ খেলবে না বলে খবর। ইডেনের পরিবর্তে আগরতলায় নরসিংহগড়ে তৈরি হচ্ছে একটি নতুন স্টেডিয়ামে নাকি কেকেআর খেলতে পারে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হলে ওই মাঠে আইপিএলের আসর বসতে পারে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সুব্রত দে দাবি করেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল নাকি তাঁকে পূর্বাভাস দিয়েছেন। তবে অন্য রিপোর্টে দাবি করা হচ্ছে যে কেকেআর ইডেনই নিজেদের ম্যাচ খেলবে। সিএসবি আইপিএল শেষ হওয়ার পরেই নাকি মাঠ ঠিকঠাক করা শুরু করবে এবং তার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে গোটা বিষয়টাই জল্পনার পর্যায়েই রয়েছে। এখনও কিছুই নিশ্চিত নয়।