মহেন্দ্র সিংহ ধোনি সদ্যই সিএসকের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন



৪২-র ধোনি কেমন পারফর্ম করেন, কোন ভূমিকায় তাঁকে দেখা যায় সেই দিকে নজর থাকবেই



দ্বিতীয়বার বাবা হওয়ার পর দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন বিরাট কোহলি



বিশ্বকাপের আগে কোহলির জন্য আইপিএলে ভাল পারফর্ম করাটা জরুরি, তাঁর দিকে নজর থাকবেই



ধোনির জায়গায় সিএসকের মসনদে বসেছেন রুতুরাজ গায়কোয়াড়



স্বাভাবিক কারণেই তাঁর ব্যাটিং থেকে অধিনায়কত্ব, সবই থাকবে আতস কাঁচের তলায়



বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাডেজা থাকবেনই



চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে স্পিনার জাডেজার দিকে নজর থাকবে



মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রেডিংয়ে আরসিবিতে যোগ দিয়েছেন ক্যামেরন গ্রিন



তারকা অলরাউন্ডার আরসিবির মিডল অর্ডারে স্থিরতা প্রদান করতে পারেন কি না, সেটাই দেখার