আইএসএলে বেনজির কাণ্ড ঘটল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ছিল বুধবার ম্যাচে ৭টি লাল ও ৭টি হলুদ কার্ড দেখালেন রেফারি যা রেফারিংয়ের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল ম্যাচে ২-১ গোলে হেরে গেল মোহনবাগান চলতি আইএসএলে সবুজ-মেরুন শিবিরের প্রথম হার মুম্বই সিটি এফসিকে কোনওদিন হারাতে পারেনি মোহনবাগান হতাশার সেই ছবিটা বদলাল না এদিনও শুরুতেি গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগানই কিন্তু পরে ২ গোল করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মুম্বই সিটি এফসি (ছবি - ISL, MBSG, MCFC X)