ABP Ananda

ধারাবাহিক 'উমা' স্লটে একটি প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক 'জগদ্ধাত্রী'

ABP Ananda

ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক

ABP Ananda

ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী

এক সাদামাটা মেয়ের চরিত্রের দুই পিঠ নিয়ে এই গল্প। এক দুঁদে সরকারি গোয়েন্দা সাধারণ মেয়ে সেজে পরিবারে থাকে গল্পে।

গল্প অনুযায়ী, এনজিওর মেয়েদের বাঁচানোর ঘটনায় জানা যায়, জগদ্ধাত্রী আসলে উচ্চপদস্থ সরকারি গোয়েন্দা।

চিরাচরিত ধারাবাহিক থেকে অন্য স্বাদের গল্প নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক । তবে রহস্য সমাধানের পাশাপাশি ধারাবাহিকে থাকবে প্রেমের ছোঁয়াও।