Image Source: PTI/Getty/Pexels

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হয় জন্মাষ্টমীর উৎসব

Image Source: PTI/Getty/Pexels

জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ইংরেজি বছরে ১৮ অগাস্ট থেকে ১৯ অগাস্ট কৃষ্ণ জন্মতিথি উদযাপন করা হবে।

Image Source: PTI/Getty/Pexels

নিশীথ পুজোর সময় ১৯ অগাস্টের রাত ১২টা বেজে ৩ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত।

Image Source: PTI/Getty/Pexels

দৃক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্টে রাত ৯টা বেজে ২০ মিনিট থেকে এবং ১৯ অগাস্টের রাত ১০টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলছে।

Image Source: PTI/Getty/Pexels

উপোসের নিয়ম কড়া। জন্মাষ্টমীর আগে খেতে হবে, তারপর অষ্টমী তিথি এবং রোহিনী নক্ষত্র ছেড়ে যাওয়ার পর খেতে পারবেন।

Image Source: PTI/Getty/Pexels

উপোসের সময় শস্যদানা জাতীয় খাবার খাওয়া যাবে না।

Image Source: PTI/Getty/Pexels

হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিন।

Image Source: PTI/Getty/Pexels

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসে9র সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে দহি-হান্ডি বা দই-হাঁড়ি উৎসব।

Image Source: PTI/Getty/Pexels

বেশ খানিকটা উঁচুতে দই বা মাখন বা ঘি ভর্তি একটি মাটির হাঁড়ি ঝোলানো থাকে।

Image Source: PTI/Getty/Pexels

ভক্তরা একে অপরের দাঁড়িয়ে একটি পিরামিড মতো তৈরি করে। তারপর একেবারে উঁচুতে উঠে ওই হাঁড়ি ভাঙতে হয়।