ভারতীয় অভিনেতা, মডেল, প্রযোজক, লেখক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত যুগল হংসরাজের আজ জন্মদিন। ৫০ বছরে পা দিলেন অভিনেতা।

১৯৮৩ সালে 'মাসুম' ছবির হাত ধরে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন যুগল।

এরপর ১৯৮৬ সালের 'কর্মা' ও 'সুলতানাৎ' ছবিতেও শিশুশিল্পী হিসেবে দেখা যায় অভিনেতাকে।

টিভি ও প্রিন্ট মিডিয়ায় একাধিকবার তাঁকে মডেল হিসেবে দেখা যায়। তাঁর রূপে মুগ্ধ ছিলেন আপামর সিনেপ্রেমীরা।

বড় হয়ে ১৯৯৪ সালে তাঁর নতুন অভিনয় জীবন শুরু হয় 'আ গলে লগ যা' ছবির হাত ধরে।

এরপর তাঁকে ২০০০ সালে শাহরুখ খানের সঙ্গে অন্যতম প্রধান চরিত্রে 'মহাব্বতেঁ' ছবিতে অভিনয় করতে দেখা যায়।

তাঁকে ২০০১ সালের 'কভি খুশি কভি গম', ২০০৫ সালের 'সলাম নমস্তে' ছবিতে দেখা যায়।

২০০৮ সালের কম্পিউটার-অ্যানিমেটেড ছবি 'রোডসাইড রোমিও'র লেখক ও পরিচালক ছিলেন তিনি।

২০১৪ সালে নিউ ইয়র্কের এনআরআই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার জ্যাসমিনের সঙ্গে বিয়ে সারেন। তাঁদের এক সন্তান আছে।

যুগল হংসরাজকে শেষ ২০১৬ সালের 'কহানি ২: দুর্গা রানি সিংহ' ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।