প্রতিবারই কালীপুজোর আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিবার নিয়ে ধুমধাম করে শ্যামার আরাধনায় মাতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে রাঁধেন ভোগও। প্রতিবারের মতো এবছরেও দেখা গেল একই ছবি। নিয়ম মেনেই পুজোর আয়োজন করলেন মুখ্যমন্ত্রী। সন্তানদের নিয়ে সস্ত্রীক উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন পুজোর তদারকির মাঝেই সিত্রাং-এর গতিবিধির দিকেও নজর ছিল তাঁর। নিজের বাড়ির কালীপুজোয় এদিন কাঁসার থালায় করে প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন। রাজ্যের দায়িত্ব নেওয়ার পাশাপাশি, এদিন তিনি পুজো অন্য ভূমিকায়। বাড়ির পুজোতে বরাবরাই তাঁকে দারুন যত্নের সঙ্গে ভোগ রাঁধতে দেখা যায়।