এবার বাংলার কিংবদন্তির চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের 'কুইন'! ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন বাংলার ইতিহাসের এক চরিত্রকে। নটি বিনোদিনী। চমক রইল সেই চরিত্রায়ণে। বাংলার কিংবদন্তির চরিত্রে পর্দায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আজ ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে একটি বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, তিনি প্রদীপ সরকারের কাজের অনুরাগী। এই সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি। সূত্রের খবর, এই ছবির শ্যুটিং হবে কলকাতাতেই। কঙ্গনা ছাড়া এই ছবিতে আর কে কে থাকবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।