জ্যোতিষশাস্ত্রমতে রাহু শুভফল না-ও দিতে পারে কিন্তু কেতু শুভ ফল দিতে পারে তবে কেতু অশুভ হলে আপনাকে নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে কেতুর গমনের কারণে এই রাশি শুভ ফল পাবে পরিবারেও ভালোবাসা বজায় থাকবে সমাজে নাম ও সম্মান বৃদ্ধি পাবে আকস্মিক আর্থিক লাভও পেতে পারেন আপনার আয়ও বাড়তে পারে ব্যবসায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে বিদেশ ভ্রমণের যোগও রয়েছে