বহুজাতিক সংস্থায় চাকরি, গোছানো জীবন। দুর্ঘটনা কেটে নিয়েছিল সব

হায়দরাবাদ থেকে ফেরার সময় দুষ্কৃতী হামলায় ট্রেন থেকে পড়ে যান, বাদ যায় পা

তারপরেও থমকে যাননি। বরং চ্যালেঞ্জ নিয়েছেন কিরণ কানোজিয়া। প্রস্থেটিক পা নিয়ে দৌড় শুরু সেই সময়েই

তারপর সঙ্গী অক্লান্ত পরিশ্রম এবং চোয়াল চাপা জেদ। ফলও মিলল হাতেনাতে

২০১৪ সালে হায়দরাবাদে এয়ারটেল ম্যারাথনে মেডেল জয় তাঁর। আর পিছনে ফিরে তাকাননি

জীবনের এই লড়াইয়ে তাঁর প্রেরণা ছিলেন নৃত্যশিল্পী সুধা চন্দ্রণ।

হায়দরাবাদে রিহ্যাবিটেশন সেন্টারে জীবনের নতুন মানে খুঁজে পান কিরণ। সেখানেই ডাক্তার কিরণকে ব্লেড ব্যবহারের পরামর্শ দেন।

সেই ব্লেড পরেই দৌড়ের অভ্যাস। প্রথমে ৫, তারপর ১০, শেষ পর্যন্ত ২১ কিলোমিটার দৌড়ের অভ্য়াস। দেশ পায় Blade Runner

২০১৭ সালে NITI Aayog এবং United Nations-এর আয়োজনে Women Transforming India Award-জেতেন কিরণ।

দৌড় থামাতে চান না তিনি। পাশাপাশি বাকিদেরও জীবনে বাঁচার মানে শেখাতে চান কিরণ। তাঁকে দেখে ফের লড়াইয়ের স্বপ্ন দেখেন অনেকে