সাল ২০১৯, এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টির

প্রথম পরিচয়েই একে অপরকে ভাল লেগে যায় রাহুল-আথিয়ার, ফোন নম্বর বিনিময় করেন দুজনে

তারপর থেকে একে অপরের জন্মদিনে শুভেচ্ছাবার্তা বিনিময় করতে দেখা যায় দুজনকে

ফ্যাশন ডিজাইনার ও আথিয়ার বন্ধু বিক্রম ফড়নবীশ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তোমাকে আজকাল খুব উচ্ছ্বসিত দেখাচ্ছে, কে এলে যাবে? মানে কুয়ালা লামপুরে?

বন্ধুর খুনসুটিতে রেগে গিয়েছিলেন আথিয়া। সোশ্যাল মিডিয়াতেই জবাব দিয়েছিলেন, তোমাকে ব্লক করে দেওয়ার সময় এসেছে

পরে ২০২০ সালে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন রাহুল ও আথিয়া

সেই পোস্টের ৩ বছর পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে

২৩ জানুয়ারি বিকেল চারটেয় রাহুল-আথিয়ার বিয়ের লগ্ন

বিয়ে হচ্ছে খাণ্ডালায় সুনীল শেট্টির ফার্মহাউসে

হাজির থাকার কথা ধোনি, কোহলি, সলমন, অক্ষয়দের