ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভার ৯৩ শতাংশের বেশি আসন। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টি আসনেই জিতল তৃণমূল।
বিধানসভা ভোট ছাপিয়ে কলকাতা পুরভোটে একাই তৃণমূল পেল ৭২ শতাংশ ভোট। ধস বিজেপির। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২ শতাংশ। কংগ্রেস ৪।
ভোট গণনার শুরু থেকেই বিরোধীদের কয়েক যোজন পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল। উচ্ছ্বাস-উৎসবে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা।
বড় জয় ফিরহাদের।জিতলেন অতীন, তারক দেবাশিস, জীবন- সমেত সব বিদায়ী মেয়র পারিষদই।
জয়ী চন্দ্রিমা পুত্র, শশী কন্যা। জিতলেন জাভেদ খান, তারক সিংহের ছেলে। জয় ক্ষিতি কন্যা বসুন্ধরারও।
কলকাতা পুরভোটে তৃণমূলের ৬ জন বিধায়ক এবং ১জন সাংসদ জয়ী হয়েছেন।
১৩১ নম্বর ওয়ার্ডে শোভন চট্টোপাধ্যায়ের গতবারের জয়ের মার্জিনকে ছাপিয়ে জয়ী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়
কলকাতার পরবর্তী মেয়র কে? সিদ্ধান্ত বৃহস্পতিবার, জানালেন তৃণমূল নেত্রী
৬৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন।
কলকাতা পুরভোটে বিপুল সাফল্যে উৎসব মুখর ঘাসফুল শিবির