ভারতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)।
অবসর নেওয়ার পর যাতে আর্থিক সমস্যা না হয়, তার জন্য অনেকে পিপিএফ-এ বিনিয়োগ করেন।
১৯৬৮ সালে অর্থমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট পিপিএফ চালু করে।
পিপিএফ-এ বিনিয়োগ করলে আয়করে ছাড় পাওয়া যায়।
পিপিএফ-এ বিনিয়োগ নিরাপদ এবং লাভজনক।
মেয়াদপূর্তিতে নির্দিষ্ট পরিমাণে টাকা পাওয়ার নিশ্চয়তা থাকে পিপিএফ-এ।
প্রতি বছর ৫০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় পিপিএফ অ্যাকাউন্টে।
পিপিএফ সরকারি প্রকল্প হওয়ায় সাধারণ মানুষের ভরসা অনেক বেশি।
পিপিএফ অ্যাকাউন্ট থাকলে তিন বছর পর বছরে মাত্র ১ শতাংশ হারে ঋণ নেওয়া যায়।
৬ বছর পরে পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।
প্রাথমিকভাবে ১৫ বছরের হলেও, চাইলে পিপিএফ-এর মেয়াদ বাড়ানো যায়।