যখন কোনও রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি দশা চলে, তখন সেই রাশির জাতকদের নানা সমস্যার মুখে পড়তে হয়।



সাড়ে সাতি নিয়ে সকলেই আতঙ্কে থাকেন। শনির সাড়ে সাতি মানে সাড়ে ৭ বছর।



শনির ১২টি রাশির মধ্যে দিয়ে যেতে ৩০ বছর সময় লাগে।



যে রাশির সাড়ে সাতি দশা চলছে, তাদের জীবনে সাড়ে সাত বছর ধরে নানা ঝামেলা থাকে।



শনি সাড়ে সাতি দশার ৩ টি পর্যায় রয়েছে। এই পরিস্থিতিতে একজন ব্যক্তিকে মানসিক, শারীরিক এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।



শাস্ত্র অনুসারে শনি সাড়ে সাতি দশার সময় হাড়, নাভি, বাহু, মুখ ও চোখের সংস্যা হতে পারে।



সাড়ে সাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এর প্রথম প্রভাব একজন ব্যক্তির মুখে, যা ১০০ দিন অবধি স্থায়ী হয়।



এরপর শনিদেবের এই প্রভাব পড়ে কোনও ব্যক্তির বাম বাহুতে । এই আঘাত খুব বেদনাদায়ক হয়।



এই সময় একজন ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তিনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়েন।



bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না।