সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য বেহাল। তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক।

২১ টি এক্সপানশন জয়েন্ট সারানোর কাজ শুরু হবে ১৯ নভেম্বর থেকে।

প্রায় দেড়মাস চলবে কাজ। বন্ধ থাকবে একটি করে লেন। প্রথমে কলকাতামুখী।

রাত ১১ টা থেকে ভোর ৫ টা সম্পূর্ণ যান চলাচল বন্ধ। বাকি সময় এক লেনে।

তীব্র যানজটের আশঙ্কা। তবে সেতুর ভগ্নস্বাস্থ্যের জেরে একান্ত প্রয়োজন সংস্কার।

এই অবস্থায় বিকল্প ? কলকাতামুখী মালবাহী গাড়ি পাঠানো হবে নিবেদিতা সেতুতে।

কলকাতামুখী বাস, প্রাইভেট কারকে ধরতে হবে হাওড়া-আমতা রোড।

বেশ কিছু গাড়ি ঘোরানো হবে বালি ব্রিজের দিকেও।

হাওড়ামুখী গাড়িগুলিকে পাঠানো হবে আন্দুল রোডে। যেখান থেকে জাতীয় সড়ক।

বাড়ানো হবে হাওড়া ব্রিজের ব্যবহার।