আজ জামাইষষ্ঠীর দিনেও জমজমাট ছিল শোভন-বৈশাখীর সংসার। পঞ্চব্যঞ্জন রেঁধে শোভনকে কার্যত জামাই-আদরে ষষ্ঠী পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। লাল টকটকে শাড়িতে সেজে শোভনকে নিজের হাতে পায়েস খাওয়ালেন বৈশাখী, দিলেন প্রদীপের আশিসও। রবিবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী নিজেই। ফেসবুকে বৈশাখী লিখেছেন, 'জামাইষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো। আজ মায়ের নির্দেশ অনুযায়ী সব পালন করেছি। মায়ের উদ্দেশে তিনি আরও লিখেছেন, আসলে মা তো মা-ই হন। তিনি সবকিছুর তদারকি করে গিয়েছেন। বৈশাখী আরও লিখেছেন, 'শোভন যত না মায়ের জামাই, তার থেকেও বেশি ছেলের মতো। মহুল এবং আমরা আমাদের প্রিয় খাবার খেয়েছি'। আজ জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। কব্জি ডুবিয়ে ভূরিভোজের দিন বাংলার জামাইদের। সেই আদর-আপ্যায়ন থেকে বাদ গেলেন না শোভব চট্টোপাধ্যায়ও।