কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা।

তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে অনেক কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব।

বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে।

তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন বামাক্ষ্যাপা।

জানা যায়, কৌশিকী অমাবস্যার বিশেষ এই দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেন।

মা তারার মন্দির ও মন্দির-সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্য বিখ্যাত এই সিদ্ধপীঠ।

মানুষের বিশ্বাস, এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি লাভ করেন।

কৌশিকী শব্দের আভিধানিক অর্থ, আদ্যাশক্তির রূপ বিশেষ।

পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি।

এই তিথিতে বৌদ্ধ ও হিন্দু দুই সাধনাতেই বিশেষ মাহাত্ম্য আছে।