মেঘে ভেজা একটা শহর এর আরেকটি নামও রয়েছে, ল্যান্ড অফ অর্কিড কার্শিয়াং এর স্থানীয় নাম খার্সাং লেপচা ভাষায় এর অর্থ 'সাদা অর্কিডের দেশ' আরেকটি জনপ্রিয় গন্তব্য ডাউহিল কুয়াশা ঘেরা এই জায়গাটির সৌন্দর্য্য এটির মায়াবী রূপে একদিকে পাইন বনের সাড়ি, আরেক দিকে গভীর খাদ ডাউ হিলের ওই রাস্তা আজও রহস্যে মোড়া