বাস্তুমতে সাজানোর আগে নির্দিষ্ট জায়গা বেছে নিন।
অ্যাকোরিয়াম রাখার শুভ জায়গা হল ড্রইং রুম।
দিক অনুযায়ী উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্বে রাখুন।
শুধুই বাড়িতেই নয় কর্মক্ষেত্রেও এর গুরুত্ব অনেক।
কাজের জায়গায় অ্যাকোরিয়াম খাবার ঘরে রাখতে পারেন।
এক্ষেত্রেও দিক অনুযায়ী উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্বে রাখুন।
বাস্তুমতে একটি মাছ চলে যাওয়া নেতিবাচক শক্তিকে বর্জন করে।
পরিবেশগত নেতিবাচক শক্তি থেকে দূরে থাকে।
মাছগুলি দ্রুত বেগে চলে প্রচুর পরিমাণে নির্দিষ্ট শক্তি সমর্থন করে।
অনুপ্রেরণা যোগায় কাজে, জীবনে আনে সফলতা।