বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘরের জন্য শুভ দিক।
এদিকে রান্নাঘর থাকলে পরিবারে সুখ আসবে।
পূর্বদিকে আগুন জ্বালাবার ওভেন রাখলে ভাল হয়।
ইন্ডাকশন-মাইক্রোওয়েভও দক্ষিণ-পূর্ব করে রাখতে হবে।
এই দিকে রাখলে শুভ, এই দিকের শাসক গ্রহ শুক্র।
উপায় না থাকলে দক্ষিণ-পূ্র্ব দিকে রাখুন লাল আলো।
এতে কিছুটা হলেও বাস্তু দোষ নিয়ন্ত্রণে রাখা যাবে।
রান্নাঘরের মধ্যে কখনও কোনও ঠাকুর দেবতা রাখবেন না।
রান্নাঘরের ভিতর দিয়ে বাথরুমের দরজা রাখবেন না।