ল্যাক্টোজ ইন্টলারেন্সের সমস্যা থাকে অনেকের, আবার অনেকেই দুধ পান করতে পছন্দ করেন না, ক্যলাসিয়ামের ঘাটতি মিটবে কীভাবে?
Published by: ABP Ananda
September 5, 2024
এক কাপ দইয়ের সঙ্গে দু থেকে তিন চামচ চিয়া সিডস, আমন্ড, গুড় মেশাতে হবে, সব মিশ্রণ একসঙ্গে মিক্সারে মেশালেই তৈরি স্মুদি
Published by: ABP Ananda
September 5, 2024
এক গ্লাস আমন্ড মিল্কের সঙ্গে তিল, দারচিনি এবং মধু মিশিয়ে তৈরি করে নিন পানীয়, যা ক্যালসিয়াম এবং ভিটামিন D-তে ভরপুর
Published by: ABP Ananda
September 5, 2024
তিলের দুধে থাকে ভরপুর ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে পারে
Published by: ABP Ananda
September 5, 2024
দু থেকে তিনটে ডুমুর পেস্ট করে দুধের সঙ্গে মিশিয়ে নিন, সঙ্গে দিতে পারেন পছন্দের ড্রাই ফ্রুটস
Published by: ABP Ananda
September 5, 2024
পালং শাক এবং আমন্ড দিয়ে বানাতে পারেন স্মুদি, সঙ্গে মিশিয়ে নিন জায়ফল, দারচিনি এবং দুধ
Published by: ABP Ananda
September 5, 2024
প্রদাহ বিরোধী উপাদান যুক্ত আদা, চা সহ গরম জলে আদা মিশিয়ে পান করা যায়, স্বাদের জন্য মধু এং লেবু মেশাতে পারেন
Published by: ABP Ananda
September 5, 2024
লেবুর রসে ভরপুর পুষ্টি উপাদান, সঙ্গে মেশাতে পারেন খেজুর, দই, গাজরের রস এবং চিয়া সিডস
Published by: ABP Ananda
September 5, 2024
বাজারে সারাবছর পাওয়া যায় আনারস, মিক্সারে মিশিয়ে রস পান করা যায়
Published by: ABP Ananda
September 5, 2024
হলুদের সঙ্গে নারকেলের দুধ মিশিয়ে নিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদানে ভরপুর এই পানীয়
Published by: ABP Ananda
September 5, 2024
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।