অতিমারির ধাক্কা এখনও কাটিয়ে ওঠা যায়নি
শেয়ার বাজারের অবস্থাও তথৈবচ
তার মধ্যেই গুপ্তধনের হদিশ মিলল ভূস্বর্গে
জম্মু ও কাশ্মীরে মাটির নিচে মিলল সন্ধান
সেখানে নাকি প্রচুর পরিমাণ লিথিয়াম সঞ্চিত রয়েছে!
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সন্ধান পেয়েছে
মাটির নিচে নাকি সঞ্চিত রয়েছে ৫৯ লক্ষ টন লিথিয়াম!
এতকাল বিদেশ থেকে আমদানি করেই মিটত চাহিদা
চিন থেকে আনা হত পণ্যসামগ্রী
এ বার কি অত্মনির্ভর হয়ে উঠবে ভারত!
তবে সবদিক থেকে এখনও এগিয়ে চিন
সম্পদ কম হলেও, উৎপাদনে শীর্ষে