ছিল রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কামারহাটির বিধায়ক রাস্তায় মানে তাতে অন্য মাত্রা তো যোগ হবেই।
ABP Ananda
Image Source: Madan Mitra Facebook

ছিল রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কামারহাটির বিধায়ক রাস্তায় মানে তাতে অন্য মাত্রা তো যোগ হবেই।

হঠাতই সেলফির আবদার এক কিশোরীর। হাসিমুখে মেটালেন মদন মিত্র।
ABP Ananda

হঠাতই সেলফির আবদার এক কিশোরীর। হাসিমুখে মেটালেন মদন মিত্র।

এখানেই শেষ নয়। দক্ষিণেশ্বরের সামনে তখন 'মদন-ভক্তদের' বড় জটলা বেঁধে যায়।
ABP Ananda

এখানেই শেষ নয়। দক্ষিণেশ্বরের সামনে তখন 'মদন-ভক্তদের' বড় জটলা বেঁধে যায়।

বিধায়ককে সামনে পেয়ে সেলফির আবদার উড়ে আসে এক যুবকের থেকে।

বিধায়ককে সামনে পেয়ে সেলফির আবদার উড়ে আসে এক যুবকের থেকে।

এদিনের রাজনৈতিক কর্মসূচিতে প্রজাপতি রঙের টি-শার্ট পরেছিলেন মদন।

সঙ্গে সিগনেচার হলুদ সান-গ্লাস। দেখে দাঁড়িয়ে পড়ে ছবি তুললেন এক যুবতীও।

এমনিতে পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কিছুটা অস্বস্তিতে শাসকদল।

বস্তুত, ইডি-সিবিআইয়ের মতো সংস্থার নিরপেক্ষতার দাবিতেই এদিনের কর্মসূচির ডাক দেন মদন।

ডানলপের আনমোল থেকে কর্মসূচির আহ্বান জানানো হয়।

কিন্তু তার মধ্যেই হঠাৎ 'ঘেরাও', ছবির আবদার। কাউকে ফেরাননি তিনি। পরে সব ছবি ফেসবুকে দেন।