পয়লা মার্চ দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি কিছু নিয়ম মানলে আশা পূরণ হয় এই দিনে ঘি, চিনি এবং গমের আটার নৈবেদ্য দিন মহাদিদেব এতে তৃপ্ত হন কিছু নিয়ম ভুলে গেলে তা বিপদ শাঁখ বাজিয়ে আরতি করতে হয় অবশ্যই শিবকে তুলসি পাতা না দেওয়া উচিত নারকেল জলও ঢালা উচিত চার প্রহরে পুজো করলে প্রথম ভাগে দুধ দ্বিতীয় ভাগে দই নিবেদন করুন তৃতীয় ভাগে ঘি ও চতুর্থ ভাগে মধু দিয়ে পুজো করুন