প্রেম, বিষাদ, নস্ট্যালজিয়া , ছুঁয়ে দেখেছেন সব কিছুই ইহলোকের মায়া ত্যাগ করেছেন আগেই, জন্মবাদিনে ফিরে দেখা শিল্পী মান্না দে-কে অজস্র সৃষ্টি রেখে গিয়েছেন, তাই বাঙালির মনে আজও বিস্মৃত হননি গান-বাজনার পরিবেশেই বেড়ে ওঠা, কিন্তু লড়াই কম করতে হয়নি তাঁকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে মাটি কামড়ে পড়েছিলেন মুম্বইয়ে মহম্মদ রফি, কিশোর কুমার, জুটি বেঁধেছেন সকলের সঙ্গেই পেয়েছেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ, আন্তর্জাতিক পুরস্কারও ঝুলিতে এসেছে তবে আদ্যোপান্ত সংসারী মানুষ ছিলেন, স্ত্রী, দুই কন্যাই ছিল তাঁর জগৎ ২০১২ সালে প্রয়াত হন স্ত্রী সুলোচনা, তার পরই ভেঙে পড়েন মান্না দে স্ত্রীর ছবির সামনে বসে অঝোরে কাঁদতেন, গুন গুন করতেন নিজের রচনা নিঃসঙ্গতা কোণঠাসা করে ফেলেছিল তাঁকে, শরীর ভেঙে পড়ে একেবারে ২০১৩ সালে প্রয়াত হন , কিন্তু বাঙালির কাছে তিনি নিজেই অনুভূতি কফি হাউস হোক থেকে মায়ানগরী, নিজের ছাপ রেখে গিয়েছেন সর্বত্র