ছোট হ্যাচব্যাকের দারুণ প্যাকেজ সেলেরিও

আগের থেকে আরও স্পের্টি। বক্সি ডিজাইনের পরিবর্তে এবার নতুন লুক গাড়িতে।

সেলেরিও এখন 'ফান টু ড্রাইভ কার' !

উজ্জ্বল রং ও টপ ভ্যারিয়েন্ট ১৫ ইঞ্চির হুইল ব্যবহার করায় এমনিতেই গাড়ি বড় দেখাচ্ছে।

সব ভ্যারিয়েন্টেই এক মাইলেজ ?

গাড়ির এএমটি ভ্যারিয়েন্ট থেকে ২৬ কিমির বেশি মাইলেজ পাওয়ার কথা।ম্যানুয়াল দেবে ২৫ কিমি।

গাড়ির ইঞ্জিন কেমন ?

কম গতিতেও ভাল টর্ক, নতুন সেলেরিওর ইউএসপি গাড়ির ইঞ্জিন।

পুরোনোর থেকে অনেক আলাদা

বালেনো, সুইফটের লাইট প্লাটফর্মে তৈরি হওয়ায় গাড়ির রাইড ও হ্যান্ডলিং আগের থেকে অনেক ভাল।

দেখতে বড়, সিটে ক'জন ?

দু'জন গাড়ির পিছনের সিটে ভালভাবে বসে যেতে পারবেন। তবে তিনজন হলেই সমস্যা।

দাম কত নতুন সেলেরিওর ?

সেলেরিওর দাম শুরু ৪.৯ লক্ষ টাকা থেকে। টপ এন্ড ভেরিয়েন্টের দাম পড়বে ৬.৪ লক্ষ টাকা।

পিছন থেকে দেখতে কেমন ?

নেই রেয়ার ক্যামেরা ডিসপ্লে ছাড়াও ক্লাইমেট কন্ট্রোল। পিছন থেকে সুইফটের মতো দেখতে।

নতুন কী ফিচার গাড়িতে ?

স্টিয়ারিংয়ের মধ্যেই রয়েছে একাধিক কন্ট্রোল। রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, পুশ বাটন স্টার্ট-স্টপ।

সেগমেন্টে মার্কেট লিডার হতে পারে সেলেরিও ?

প্রতিযোগীদের থেকে দ্রুত পাওয়ার ডেলিভারি দেয় নতুন সেলেরিওর ইঞ্জিন।