মেরি ক্রিসমাস বড়দিন উদযাপনে মগ্ন ছোট্ট ইউভান এদিন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইউভানের ছবি শেয়ার করেছেন ছেলের ছবি শেয়ার করে অনুরাগীদের সকলকে বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন ছোট্ট ইউভানের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন 'আমার সান্তা ইউভান, সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা লাল পোশাক সঙ্গে লাল সান্তাক্লজের টুপি ছোট্ট সান্তা হয়ে উঠেছে ইউভান শুভশ্রীর পোস্ট করা ছবি দেখে খুশিতে ডগমগ অনুরাগীরা