নখে আড়াআড়িভাবে সাদা দাগ দেখা যায় এই দাগকে ইংরেজিতে বলে মিল্ক স্পট ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা দেয় নখে আঘাত লাগার কারণেও হয় সাধারণত ফাঙ্গাসের কারণে এমনটি হতে পারে শরীরে ভিটামিনের অভাব হলে নখে দাগ হয় জিঙ্কের অভাবেও এরকম হয় অ্যালার্জি প্রতিক্রিয়া থেকেও হয় অ্যানিমিয়ায় ভুগলে এই সমস্যা দেখা দেয় কিডনির সমস্যার জন্যও হতে পারে শরীরের বিভিন্ন রোগের লক্ষণ নখে প্রকাশ পায় এজন্য অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন