ঘরের কোথায় আয়না লাগাবেন ?
মূল দরজার ঠিক সামনে আয়না লাগানো ঠিক নয়।


ঘরের দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখা উচিত নয়।
এতে ঘরের পরিবেশ দূষিত হয়।


বেডরুমে কোনও ধরনের আয়না রাখা ঠিক নয়।
এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


সুস্বাস্থ্য অর্জন করতে এবং শান্তিতে ঘুমাতে হলে
শোওয়ার ঘরে আয়না না রাখা উচিত।


যদি শোওয়ার ঘরে আয়না রাখার প্রয়োজন হয়
তবে এটি এমন জায়গায় রাখা উচিত


ঘুমানোর সময় আয়নায় শরীরের কোনও অংশ দেখা না যায়।



বিছানায় ঘুমানোর সময় শরীরের কোনও অংশ আয়নায় দেখা গেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়ে।



দীর্ঘায়ু পেতে ভুল দিকে আয়না লাগানো থেকে বিরত থাকুন।



ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা ঠিক নয়।