সাম্প্রতিক সময়ে মহম্মদ সিরাজের সীমিত ওভারে পারফরম্যান্স চোখে পড়ার মতো

গত বছর থেকে সিরাজ সর্বাধিক ৩৭টি উইকেট নিয়েছেন

তালিকায় দ্বিতীয় স্থানে আলজারি জোসেফ

জোসেফ সিরাজের থেকে বেশ কম ২৭টি উইকেট নিয়েছেন

শার্দুল ঠাকুর জাতীয় দলের নিয়মিত সদস্য নন

তবে জোসেফের থেকে মাত্র তিন কম, ২৪টি উইকেট নিয়েছেন তিনি

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন টিম সাউদি

গত বছর থেকে ওয়ান ডে আন্তর্জাতিকে সাউদি ২০টি উইকেট নিয়েছেন

তালিকায় তৃতীয় ভারতীয় প্রসিদ্ধ কৃষ্ণা

তিনি সাউদির থেকে মাত্র এক কম ১৯টি উইকেট নিয়েছেন