বিয়ে সেরে মধুচন্দ্রিমায় মৌনী রায় - সূরজ নাম্বিয়ার বরফে ঢাকা চারিদিক, তার মাঝে বই পড়ে দিনের শুরু বরফে ঢাকা পাহাড়, অজস্র ছবি পোস্ট মৌনী রায়ের আদুরে! সূরজের সঙ্গে রোম্যান্টিক পোজে অভিনেত্রী বিয়ের পর নয়া অবতার, মৌনীর রূপে মুগ্ধ দর্শক দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে, নতুন জীবন বেশ উপভোগ করছেন মৌনী বরফের চাদরে দাঁড়িয়ে আকাশের দিকে হাসিমুখে মৌনী কখনও বিশ্রাম, আবার কখনও বরফের চাদরে হারালেন গত ২৭ জানুয়ারি বিয়ে করেন মৌনী রায় গোয়ায় বিয়ে, সেখানেই যাবতীয় অনুষ্ঠান হয়