বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নতুন ছবিতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর



আজ সোশ্যাল মিডিয়ায় ছবি মহরতের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।



ছবির নাম SVC : 54। শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গেও এটি প্রথম কাজ হতে চলেছেন ম্রুণালের।



সোশ্য়াল মিডিয়ায় SVC : 54 -এর মহরতের ছবি শেয়ার করে নিয়ে ম্রুণাল লেখেন, 'একটা দারুণ সফর শুরু করার এটা প্রথম ধাপ'



২০২২ সালে তামিল ছবি ‘সীতা রামম’ দিয়ে দক্ষিণে আত্মপ্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর



বলিউডে তাঁর সদ্য অভিনীত ছবি 'জার্সি'। বিপরীতে ছিলেন শাহিদ কপূর



ইন্ডাস্ট্রিতে প্রথম ছোটপর্দার হাত ধরেই পা রেখেছিলেন ম্রুণাল। এরপর মরাঠি ও তারপরে হিন্দি ছবি



বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।



১৯৯২ সালের ১ অগাস্ট। মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর