চলতি সপ্তাহেই উদ্বোধন ‘সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ’-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেট সংলগ্ন চত্বরের নয়া রূপ সামনে এল বিজয় চক থেকে ইন্ডিয়া গেট খোলনলচে বদলে গিয়েছে লাল গ্রানাইট পাথরে মোড়া রাস্তা সবুজ ঘাসের লন চোখে পড়েছে ছবিতে ১.১ লক্ষ স্কোয়্যার মিটার এলাকা লাল গ্রানাইটে মোড়া লাগানো হয়েছে ৪ হাজার ৮৭টি গাছ, ১১৪টি ফলক খাবারের স্টল বসানো যাবে, আলাদা জায়গা গাড়ির ২৪ ঘণ্টা নিরাপত্তা, চারটি নতুন ফুটপাথ উদ্বোধনের দিন মন্ত্রকে আধবেলার ছুটির অনুরোধ