জলে ডুব দিয়ে ফের কীর্তি নরেন্দ্র মোদির
পৌরাণিক দ্বারকানগরী দর্শনে স্কুবা ডাইভিং আরব সাগরে
রবিবার গুজরাত উপকূলে আরব সাগরে ডুব দেন প্রধানমন্ত্রী
পরনে ছিল গেরুয়া বসন, কোমরে বাঁধা ছিল ময়ূর পেখম
জলের নিচে গিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশে পুজো নিবেদনও করেন
উঠে এসে জানান, প্রাচীন আধ্যাত্মিকতার মহানুভবতা টের পেয়েছেন
জলের নিচে গিয়ে স্বর্গীয় অনুভূতি হয়েছে তাঁর
দ্বারকানগরীর পৌরাণিক গুরুত্ব রয়েছে, দ্বারকার পত্তন কৃষ্ণের হাতে বলে প্রচলিত
কৃষ্ণ মর্ত্যলোক থেকে স্বর্গে পাড়ি দিতেই নাকি তলিয়ে যায়!
যদিও কল্পনা এবং বাস্তব নিয়ে মতবিভেদ রয়েছে আজও
ইতিহাসবিদদের মতে, দ্বারকা নগরী আসলে রূপকমাত্র
গুজরাতের সমুদ্র লাগোয়া জায়গায় একটি বন্দর-শহর ছিল প্রাচীন কালে
পকূলের মাটির ক্ষয় হতে হতে একসময় জলের নিচে তলিয়ে যায়
ভেঙে পড়া দেওয়ালের অংশ, থালাবাসনও উদ্ধাপর হয়
তবে কল্পনা হোক বা বাস্তব, দ্বারকানগরী নিয়ে কৌতূহলের শেষ নেই