জলে ডুব দিয়ে ফের

জলে ডুব দিয়ে ফের কীর্তি নরেন্দ্র মোদির

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

পৌরাণিক দ্বারকানগরী দর্শনে

পৌরাণিক দ্বারকানগরী দর্শনে স্কুবা ডাইভিং আরব সাগরে

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

রবিবার গুজরাত উপকূলে

রবিবার গুজরাত উপকূলে আরব সাগরে ডুব দেন প্রধানমন্ত্রী

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

পরনে ছিল গেরুয়া বসন,

পরনে ছিল গেরুয়া বসন, কোমরে বাঁধা ছিল ময়ূর পেখম

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

জলের নিচে গিয়ে শ্রীকৃষ্ণের

জলের নিচে গিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশে পুজো নিবেদনও করেন

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

উঠে এসে জানান, প্রাচীন

উঠে এসে জানান, প্রাচীন আধ্যাত্মিকতার মহানুভবতা টের পেয়েছেন

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

জলের নিচে গিয়ে স্বর্গীয়

জলের নিচে গিয়ে স্বর্গীয় অনুভূতি হয়েছে তাঁর

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

দ্বারকানগরীর পৌরাণিক গুরুত্ব রয়েছে,

দ্বারকানগরীর পৌরাণিক গুরুত্ব রয়েছে, দ্বারকার পত্তন কৃষ্ণের হাতে বলে প্রচলিত

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

কৃষ্ণ মর্ত্যলোক থেকে স্বর্গে

কৃষ্ণ মর্ত্যলোক থেকে স্বর্গে পাড়ি দিতেই নাকি তলিয়ে যায়!

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

যদিও কল্পনা এবং বাস্তব নিয়ে

যদিও কল্পনা এবং বাস্তব নিয়ে মতবিভেদ রয়েছে আজও

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ইতিহাসবিদদের মতে,

ইতিহাসবিদদের মতে, দ্বারকা নগরী আসলে রূপকমাত্র

Image Source: প্রধানমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।

গুজরাতের সমুদ্র লাগোয়া জায়গায়

গুজরাতের সমুদ্র লাগোয়া জায়গায় একটি বন্দর-শহর ছিল প্রাচীন কালে

Image Source: প্রধানমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।

পকূলের মাটির ক্ষয় হতে হতে

পকূলের মাটির ক্ষয় হতে হতে একসময় জলের নিচে তলিয়ে যায়

Image Source: ফ্রিপিক।

ভেঙে পড়া দেওয়ালের অংশ,

ভেঙে পড়া দেওয়ালের অংশ, থালাবাসনও উদ্ধাপর হয়

Image Source: প্রধানমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।

তবে কল্পনা হোক বা বাস্তব,

তবে কল্পনা হোক বা বাস্তব, দ্বারকানগরী নিয়ে কৌতূহলের শেষ নেই

Image Source: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।