সদ্য একটি হীরে বিপণী সংস্থার উদ্বোধনে হাজির হয়েছিলেন নুসরত জাহান।

অফ শোলডার আগুনরঙা গাউনে ঝলমলে নুসরত

মাথার চুলে আলগা বান থাকলেও সামনের লেয়ার নুসরতের কপাল ঢেকেছিল, গলা ভরা ছিল হারে।

বিপণী সংস্থার বিভিন্ন হীরের গয়না, পরখ করেন, পরে দেখেন নুসরত। পাশ্চাত্য পোশাকের সঙ্গেও ভারি গয়নায় দারুণ মানিয়েছিল অভিনেত্রীকে।

আংটি থেকে শুরু করে হার, ব্রেসলেট, সবই ছিল কালেকশনে, নুসরত পরে দেখেন প্রায় সবই।

অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও আপলোড করেন নুসরত।

সেখানে লাল শাড়িতে নুসরত মনে করিয়েছেন সুস্মিতা সেনের কথা।

আর সেই ভিডিওর সঙ্গে এডিট করে জোড়া হয়েছে ম্যায় হুঁ না ছবির দৃশ্য

সোশ্যাল মিডিয়ায় মজার সেই ভিডিও দেখে মজেছেন নেটিজেনরা।