বিশ্বকাপ না এলেও ২০২৩ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে সোনালি বছর



২০২৩ সালে ৩৫টি ওয়ান ডে খেলে ২৭ ম্যাচে জিতেছে ভারত, যা দ্বিতীয় সর্বোচ্চ



১৪টি ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে ভারত, জয়ের গড় ব্যবধান ১৪৩ রান



এক বছরে অন্তত ১০টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, এরকম দলগুলির মধ্যে ভারতের এই রেকর্ডই সেরা



তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত



ওয়ান ডে ক্রিকেটে এর আগে কোনও দল তিনশোর বেশি ব্যবধানে ম্যাচ জেতেনি



প্রথমে ব্যাট করে যে ১৪ ম্যাচে জিতেছে ভারত, তার মধ্যে পাঁচটি জিতেছে দুশোর বেশি ব্যবধানে।



ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রেকর্ড



সচিন তেন্ডুলকরের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে নতুন মাইলফলক কোহলির



২০২৩ সালে ন’বার সাড়ে তিনশোর বেশি রান তুলেছে ভারত, যা রেকর্ড