বিশ্বকাপে কি নতুন ওপেনিং জুটি নিয়ে নামবে ভারত?



জোর চর্চা শুরু হয়ে গিয়েছে



রোহিতের সঙ্গে ওপেন করার কথা শুভমন গিলের



তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩ ম্যাচে ৩ হাফসেঞ্চুরি করে লড়াই জমিয়ে দিয়েছেন ঈশান কিষাণ



৩ ম্যাচে ১৮৪ রান, সিরিজের সেরাও ঈশান



গিলের সঙ্গে ঈশানের ওপেনিং জুটি দাঁড়িয়ে গিয়েছে



বিশ্বকাপের ওপেনিং জুটি নিয়ে নতুন করে ভাবতে হবে ভারতকে



রোহিতের সঙ্গী হতে পারেন ঈশান, সেক্ষেত্রে শুভমন নামবেন তিনে



গিল-ঈশানকে দিয়ে ওপেন করিয়ে রোহিতের নীচে নামার সম্ভাবনাও রয়েছে



কে এল রাহুল সেরে উঠলে কোথায় খেলেন, সেটাই দেখার