একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরান। বিরাট কোহলির মুকুটে অনন্য সম্মান। কিং কোহলির কোন দেশের বিরুদ্ধে ক'টি শতরান ? শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ ইনিংসে ১০ টি ওডিআই শতরান রয়েছে বিরাট কোহলির। প্রতিপক্ষের বিচারে যা সর্বোচ্চ। কোহলির ৪১ ইনিংসে ৯ টি শতরান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ওডিআই শতরানের সংখ্যা ৮ টি। ৪৬ ইনিংসে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩১ তম ইনিংসে তাঁদের বিরুদ্ধে ৬ নম্বর শতরান হাঁকান বিরাট। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে রয়েছে ৫ টি শতরান। ২৯ ইনিংসে। বাংলাদেশের বিরুদ্ধেও ৫ ওডিআই সেঞ্চুরি কোহলির। ১৬ ইনিংসে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ ইনিংসে রয়েছে বিরাটের ৩ টি ওডিআই শতরান। পাকিস্তানের বিরুদ্ধেও ৩ শতরান। ১৬ ইনিংসে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১ টি শতরান রয়েছে বিরাট কোহলির। ৬ ইনিংসে।